শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

113

রাউজানে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার রাউজান আরআরএসি মডেল সরকারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে ছেলে মেয়ে উভয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় রাউজান আরআরএসি মডেল সরকারী হাই স্কুল এবং ছেলেদের ক্রিকেটে রানার্সআপ হয় রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়। ভলিবলে চ্যাম্পিয়ন হন চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র স্কুল, রানার্স আপ হয় হলদিয়া উচ্চ বিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইউএনও মো. জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার। বক্তব্য রাখেন রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, বিদ্যালয় পরিদর্শক সজল চন্দ্র চন্দ, প্রকৌশলী কামাল উদ্দিন, রাউজান আরআরএসি মডেল সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, গহিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক, ক্রীড়া শিক্ষক মো. ইলিয়াছ, জবদুল হকসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ। Ñরাউজান প্রতিনিধি
এদিকে রাঙ্গুনিয়ায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে শিশুমেলা মডেল স্কুল মাঠে আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে গত ২৩ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সোনারগাওঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষক মো. সেলিম, আনন্দ বড়ুয়া প্রমুখ। সভা শেষে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল ও অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাঙ্গুনিয়া প্রতিনিধি