শীঘ্রই স্মার্ট দেশে পরিণত হবে বাংলাদেশ : হুইপ সামশুল হক

22

ইউএই প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী বলেছেন, খুব শীঘ্রই বাংলাদেশ স্মার্ট দেশে পরিণত হবে। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের রেমিটেন্স দেশের উন্নয়নে আবেদন রাখছে। তাই আপনারা ব্যাপকভাবে রেমিটেন্স প্রেরণ এবং বিনিয়োগ করুন। প্রবাসী কল্যাণ ব্যাংক একাউন্ট করুন এবং যেসব হাতে প্রবাসীদের সুবিধা রয়েছে সেগুলো গ্রহণ করুন। গত সোমবার তিনি দুবাইয়ে পটিয়া প্রবাসী ক্লাব নেতৃবৃন্দের সাথে সারজা মেম রেস্টুরেন্ট হলরুমে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হামিদ আলীর সভাপতিত্বে এবং কুতুব উদ্দিন ও আজীজ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই সভাপতি আরশাদ হোসেন হিরো, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মহিন উদ্দিন মহিন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দীন পলাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাতের সহ-সভাপতি নুরুল আমিন, এম এ আজিজ চৌধুরী, রিয়াদ হোসেন ইমন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এ আজিজ চৌধুরী, সারজা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মো. সিরাজদ্দৌল্লাহ, হাফেজ শফিকুর রহমান প্রমুখ।