শি-বাইডেন বৈঠকে ‘আলোচ্যসূচির শীর্ষে তাইওয়ান’

6

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বৈঠকে বসবেন, তখন তাদের আলোচ্যসূচির শীর্ষে তাইওয়ানই থাকবে বলে ধারণা করা হচ্ছে। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দুই নেতার মধ্যে এবারই প্রথম মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
বহুল আকাঙ্ক্ষিত এ শীর্ষ বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন বিশ্বের দুই শীর্ষ অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সম্পর্ক বেশ তিক্ত। তাইওয়ান ইস্যু ও এশিয়ায় বেইজিংয়ের কথিত ‘আগ্রাসী রূপ’ এই তিক্ততায় ঘি ঢালছে বলে মত পশ্চিমা বিশ্লেষকদের। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রও কম্পিউটার চিপ প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে, যা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির রপ্তানিনির্ভর অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি- এ সবকিছুর নির্মাণ ও বিক্রিতে প্রযুক্তির ব্যবহার চীনের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম নিয়ামক। সা¤প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও কথার লড়াইয়ের কারণে সমগ্র বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্র ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নজর এখন জি২০ সম্মেলনের আগে সোমবার ইন্দোনেশিয়ার বালিতে হতে যাওয়া শি-বাইডেন বৈঠকের দিকেই।