শিশু সাহিত্যিক মোদাচ্ছের আলী’র গ্রন্থ ‘জয় বাংলা’

10

মা-মাটি মাতৃভাষা মাতৃভূমি ও মানুষকে নিয়ে লিখেন ছড়াকার, শিশু সাহিত্যিক আ.ফ.ম. মোদাচ্ছের আলী। বই মেলায় প্রকাশিত জয় বাংলা গ্রন্থটি লেখকের ১৯৭১ সালের মার্চ মাসে ৮ বছর বয়সে চন্দনপুরায় মুক্তিযুদ্ধ নিয়ে যা দেখেছেন তা গল্পের মাধ্যমে শিশুদের জন্য তুলে এনেছেন। গ্রন্থ সম্পর্কে লেখক বলেন, মুক্তিযুদ্ধের সময় পুরো মার্চ মাস চট্টগ্রাম স্বাধীন ছিল। সেই সময় মুসলিম লীগ নেতাদের কথা, বঙ্গবন্ধুর ভাষণ, ২৬ মার্চ বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা এই প্রজন্মের শিশু কিশোরদের জন্য তুলে আনা হয়েছে। অল্প সময় নিয়ে গল্পটি পড়লে ১৯৭১ সালের উত্তাল মার্চ সম্পর্কে শিশু কিশোররা ধারণা লাভ করতে পারবে। প্রচ্ছদ উত্তম সেন। প্রকাশক চন্দ্রবিন্দু। মূল্য: ১২০ টাকা। বিজ্ঞপ্তি