শিশু একাডেমিতে উদয় বুলবুল নৃত্য প্রতিযোগিতা ২৩ ফেব্রুয়ারি

62

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী জাতীয় কমিটি, মুজিব বর্ষ- ২০২০-২০২১ এর উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমীর সহযোগিতায়, সার্ক সাংস্কৃতিক মৈত্রী পরিষদের ব্যবস্থাপনায় ইউরোপ ও এশিয়া মহাদেশের মুকুটহীন নৃত্য সম্রাট বুলবুল চৌধুরী ও উদয় শংকর স্মরণে ২৩ ফেব্রুয়ারি সকাল ৯.৩০ঘটিকায় চট্টগ্রাম শিশু একাডেমিতে উদয় বুলবুল নৃত্য উৎসব ও প্রতিযোগিতা। চট্টগ্রামের কৃতি নৃত্য শিল্পী ও কৃতি ছোট আকিয়াদেরকে উদয় বুলবুল পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা ছাড়াও নৃত্য ও ছোট আকিয়াদেরকে উদয় বুলবুল পুরস্কার প্রদান করা সহ সার্ক সাংস্কৃতিক মৈত্রী পরিষদের পক্ষ থেকে কৃতি শিল্পীদেরকে সনদ প্রদান করা হবে। অংশগ্রহণকারীকে ২৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯.৩০ ঘটিকায় শিশু একাডেমীতে উপস্থিত থেকে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিজ্ঞপ্তি

হযরত মাওলানা
মোহাম্মদ ছাহেবের ওরশ
৯ মার্চ

আনজুমানে বেতাগীয়া মুহাম্মদীয়া দরবার শরীফের উদ্যেগে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে আগামী ৯ মার্চ ২৫ ফাল্গুন রোজ শনিবার হযরত মাওলানা মোহাম্মদ ছাহেব কেবলা (র) ৪২ তম পবিত্র ইছালে ছাওয়াব এবং কচুখাইন হযরত কেবলা মাওলানা মোহাম্মদ ছাহেব কর্তৃক প্রতিষ্ঠিত মুহিব্বীন মুরিদানের ৪৭ তম ভ্রাতৃত্বসম্মেলন আগামী ৯ মার্চ শনিবার ২০১৯ নানান কর্মসূচি পালনের মধ্য দিয়ে মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ ছাহেব ( ম: জি: আ:) এর ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফে কর্মসূচির মধ্য রয়েছে শনিবার বাদে ফজর পবিত্র কোরআন মজিদ, বাদে এশা থেকে সারারাতব্যাপী মিলাদ মাহফিল, হুজুরের জীবনী আলোচনা, খতমে খাজেগান, জিকির আজকার, রবিবার বাদে ফজর আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। উক্ত ওরশ শরীফে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ ছাহেব (ম:জি:আ:) অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি