শিশু একাডেমিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন

1

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল গত ২০ অক্টোবর বুধবার সকাল ১১টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. নুরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার। বক্তব্য রাখেন চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রের ঠিকাদার মো. আলমগীর হোসেন, শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মো. আবদুল খালেক ও কম্পিউটার অপারেটর মো. মহিউদ্দিন। দোয়া ও মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শিশু একাডেমি মসজিদের হাফেজ মুহাম্মদ নুরুল আসলাম। শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষক- প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদ-ই মিলাদুন্নবীর (সা.) তাৎপর্য তুলে ধরে বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।মহানবীর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করার জন্য বলেছেন নবীজী। তাই ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশে আমাদের জাতীয় ঐতিহ্যকে ধারণ করলেই প্রিয় স্বদেশ সত্যিকারভাবে এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি