শিশুসাহিত্যিক রমজান আলী মামুন স্মরণসভা

13

শিশু সাহিত্যিক রমজান আলী মামুনের সৃষ্টিকর্ম থাকবে সবার হৃদয়ে আজীবন। তিনি ছিলেন সদালাপী স্পষ্টভাষী একজন সৎ মানুষ। তার লেখনি শক্তি পুরোদা সবার মনে জাগরুক থাকবে।
কথাগুলো বলেছেন খ্যাতিমান কবি ও সাংবাদিক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক রাশেদ রউফ প্রধান আলোচকের বক্তব্যে কথন সাহিত্য ফোরাম আয়োাজিত শিশু সাহিত্যিক রমজান আলী মামুনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম একাডেমি নুর নাহার মিনাল মিলনায়তনে আজ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় কথন সাহিত্য ফোরামের সভাপতি গীতিকার ও কথন সম্পাদক ফারুক হাসানের সভাপতিত্বে স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক সাঈদুল আরেফিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ, গল্পকার দীপক বড়–য়া, ছড়াকার অ. ফ.ম মোদাচ্ছের আলী প্রমুখ।
পরে মামুনকে নিবেদিত করে ছড়া কবিতা পাঠ করেন সৈয়দ খালেদুল আনোয়ার, মিজানুর রহমান শামীম, গোফরাফ উদ্দিন টিটু, জসীম উদ্দিন খান, মিলন বণিক, আলী প্রয়াস, আসিফ ইকবাল, ইমরান সোহেল, নাসির হোসেন জীবন, শরিফুল আলম সবুজ, আখতারুল ইসলাম, রফিক আহমদ খান, কবি আবু মুসা চৌধুরী, নুর নাহার নিপা, জসীম ওমর, লিটন কুমার চৌধুরী, এম কামাল উদ্দিন, ওসমান জাহাঙ্গীর, আবদুল্লাহ মজুমদার, সেলিম তালুকদার আকাশ প্রমুখ।