শিশুর মাস্ক পরাকে কেন্দ্র করে ফ্লাইট বাতিল

27

যাত্রাকালে এক শিশুর মাস্ক পরাকে কেন্দ্র করে ফ্লাইট বাতিল করেছে কানাডার একটি এয়ারলাইনস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার কানাডার ক্যালগারি থেকে টরেন্টো অভিমুখী ওয়েস্টজেট কোম্পানির ফ্লাইটটি বাতিল করা হয়। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে দুই বছরের বেশি বয়সী যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কোম্পানিটি। ওই বিমান কোম্পানির দাবি, বিমানে থাকা সাফওয়ান চৌধুরি ও তার স্ত্রী তাদের দুই বছরের বেশি বয়সের সন্তানকে মাস্ক পরানোর বিধি অমান্য করেছিলেন। তারা তাদের বাচ্চাকে মাস্ক পরাতে চাননি। বিমানের ক্রুরা কেবল তাদেরকে নিয়মগুলো সম্পর্কে অবহিত করেছেন। তবে সাফওয়ান চৌধুরী ও তার স্ত্রী ট্রান্সপোর্ট কানাডার অন্তর্বর্তীকালীন আদেশ মানতে অস্বীকৃতি জানান। আবার বিমান থেকে নেমে যেতেও রাজি ছিলেন না তারা। তখন আমরা কর্তৃপক্ষের দ্বারস্থ হই’। তবে শিশুটির বাবা সাফওয়ান চৌধুরীর দাবি,‘তিন বছর বয়সী মেয়েকে মাস্ক পরিয়েছিলাম।
ওয়েস্টজেট তার দুই বছরের কম বয়সী (১৯ মাস) মেয়েকে জোর করে মাস্ক পরাতে চেয়েছিল। কিন্তু তার মেয়ের কান্না থামছিল না তখন। তিনি বলেন, ‘চেক ইন করার সময় কোনও সমস্যা হয়নি, কিন্তু ফ্লাইটটি যাত্রার আগমুহূর্তে মাস্ক খুলে সে নাস্তা খাচ্ছিল ১৯ মাস বয়সী বাচ্চা। ওয়েস্টজেটের একাধিক কর্মী তার স্ত্রীর কাছে এসে জানান উভয় বাচ্চাকেই মাস্ক পরতে হবে।’ কিন্তু সে মুহূর্তে এটা বোঝানোর পরেও ওয়েস্টজেটের কর্মীরা আমাদের সাথে কঠোর আচরণ করেন। তারা আমার র দিকে ফিরে বলে যে; ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে নয়ত ফ্লাইট ছাড়বে না।’