শিশুর মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে ফেসবুক

5

ইনস্টাগ্রামের কারণে কিশোর-কিশোরীদের ওপর নেতিচাপক প্রভাব পড়ছে। তাদের নিজস্ব গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এ বিষয়ে মার্কিন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। তবে মার্কিন সিনেটে ফেসবুকের নিরাপত্তা প্রধান অ্যান্টিগোন ডেভিস বলেছেন, ইনস্টাগ্রাম তরুণদের ‘ইতিবাচকভাবে সাহায্য করছে’। ইনস্টাগ্রামের নিজস্ব গবেষণায় উঠে এসেছে, কীভাবে প্ল্যাটফর্মটি শিশুদের সুস্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সেই গবেষণার ফলাফল প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর ইনস্টাগ্রামের প্রভাব খুবই সামান্য। ফেসবুকের নিজস্ব গবেষণার ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়, ইনস্টাগ্রাম ব্যবহারের ফলে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কিশোরীদের মধ্যে নিজের শরীর ও শারীরিক গঠন নিয়ে আত্মসম্মানবোধের অভাব দেখা দিচ্ছে।