শিশুদের সুন্দরভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব

13

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ৫০টি শিক্ষা কেন্দ্রের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ (খেলনা সামগ্রী) বিতরণ করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ২য় আয়োজনে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ শিক্ষা উপকরণ (খেলনা সামগ্রী) বিতরণ করা হয়েছে। এসময় অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মংক্যচিং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান, প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের মাস্টার ট্রেইনার কমলেন্দু শীল, প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ক্যসিংমং মারমা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে থাকা প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের বান্দরবানের ফিল্ড সুপারভাইজার ক্যসিংমং মারমা জানান, বান্দরবানের ৭টি উপজেলার ৫০টি শিক্ষাকেন্দ্রে (বান্দরবান সদর- ২২টি, রোয়াংছড়ি- ৭টি, রুমা- ৪টি, থানচি- ৪টি, আলীকদম- ৪টি, লামা- ৪টি ও নাইক্ষ্যংছড়ি- ৭টি) ৫০ জন শিক্ষক শিক্ষীকা রয়েছে, আর ১শ জন শিক্ষার্থী এ প্রকল্পে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই এ শিশুদের সুন্দরভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।
শুধু পড়ালেখায় ব্যস্থ রেখে শিশুদের মানসিক বিকাশ হবে না এর পাশাপাশি খেলাধুলা করা এবং শিশুদের নিত্যনৈম্যতিক উপকরণ এর সাথে পরিচয় করে দেওয়া আমাদের দায়িত্ব। জেলা প্রশাসক ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রকল্পের শিক্ষকদের আরো প্রশিক্ষণ গ্রহণের জন্য আহবান জানান।