শিশুদের মানস গঠনে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

13

গত ১ সেপ্টেম্বর কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও বৃক্ষ রোপন কর্মসূচী গর্ভনিং বডির সভাপতি ও উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার আহম্মদ মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি। প্রভাষক শারাবান তাহুরা ও নূরুল আফছার এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবুল কাসেম, বিদ্যালয় গর্ভনিং বডির সদস্য রাজনীতিবিদ মো. আবু সুফিয়ান, শংকর কুমার দাশ রবিন, নুপুর দে, সহকারী প্রধান শিক্ষক আশীষ বরণ সরকার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সাহেলা আবেদীন চৌধুরী রিমা, বিদায়ী শিক্ষক মিস শিবানী দত্ত। উপস্থিত ছিলেন মো. লোকমান আলী, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, হারুন উর রশিদ, এম.এ, সবিতা বিশ্বাস, শিবলু বিশ্বাস শিপু, জানে আলম জানি, সিনিয়র শিক্ষক মমতা রানী সাহা, মো. ইলিয়াছ, হাসান মুরাদ মাসুম, রোকন উদ্দিন চৌধুরী সহ অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি দিদারুল আলম এমপি। প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম এমপি বলেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষৎ আলোকিত করার লক্ষে নতুন ভবন সহ শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা রাজনীতিবিদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে একসাথে কাজ করতে হবে।