‘শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিনোদন পার্কের প্রয়োজন’

15

রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে উদ্যোগে ৫নং ইউনিয়ন ওয়ার্ডে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী পার্ক, ফারাজ করিম চৌধুরী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দীন আহমদের সভাপতিত্বে ইউপি সদস্য দিদারুল আলমের সঞ্চালনায় অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য কামরুল ইসলাম বাহাদুর, সুমন দে, মফজল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব গুজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন রোজী, প্যানেল চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজল মহাজন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বরূপানন্দ চৌধুরী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খাইয়ুম, ইউনিয়নের সংরক্ষিত সদস্য বীনা চৌধুরী, আশরিফা করিম রোজী, মো. বাবুল, উজ্জ্বল বড়ুয়া, বকুল বড়ুয়া, মো. খালেদ প্রমুখ। এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন বিনোদন পার্ক। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা হয়। বিজ্ঞপ্তি