শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প কিছু নেই

17

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সরকারি বিভিন্ন বিভাগের উপ-পরিচালকদের ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং সাংবাদিকদের অংশ গ্রহণে লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের আয়োজনে ডিএনসিসি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় পলিসি ল্যান্ডস্কেপ এনালাইসিস শীর্ষক কর্মশালা সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. লুৎফর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, কর্মশালার মূলপ্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক লিখিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন পলিসি ল্যান্ডস্কেপ এনালাইসিস প্রকল্পের কনসালটেন্ট ড. মনোরঞ্জন ধর। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন লীন প্রকল্পের বান্দরবান জেলা ব্যবস্থাপক হিতৈষীখীসা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অংচানু মারমা। এদিকে সভায় বক্তারা বলেন, শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প কিছু নেই। কিশোরীদের বয়:সন্ধিকালীন যতœ, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টির বিষয়ে তাছাড়াও আলোচনায় গর্ভবতী মহিলাদের নিয়মিত ওজন নেয়া, আয়রন ফলিকএসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার গুরুত্ব বিষয়ে ও পুষ্টিকর খাবারের গুরুত্ব বিষয়ে তথ্য বহুল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিশুদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্য ও মৌলিক সেবা প্রদান বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়াও খাদ্য এবং পুষ্টির বিভিন্ন গ্রুপ ও কার্যক্রম নিয়ে তথ্য বহুল জনসচেতনতা বৃদ্ধিমূলক বিষয় নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের অবহিতকরণ সভায় অংশগ্রহণকারী স্টেকহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন আলোচকরা।