শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উদযাপন

42

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে অনলাইনের মাধ্যমে আধুনিক বাংলা গানের বরপুত্র প্রখ্যাত সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী স্মরণে ‘মাগো ভাবনা কেন’ শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ২৯ জুন অনুষ্ঠিত হয়। এতে কথামালা ও আবৃত্তি করেন আগরতলার বিশিষ্ট শিক্ষাবিদ বাচিকশিল্পী ড. মুজাহিদ রহমান, পশ্চিমবঙ্গের সব্যসাচী লেখক সঞ্জীব কুমার রাহা, সঙ্গীত পরিবেশন করেন ত্রিপুরা রাজ্যের খ্যাতিমান নজরুল সঙ্গীতশিল্পী শিউলী বেগম, চট্টগ্রামের সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, সুকুমার দে, কাকলী দাশগুপ্ত, মানিক নন্দী, আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী। কথামালা ও কবিতা পাঠ করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, ছড়াকার লিটন কুমার চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ। তবলায় ছিলেন সুচয়ন দে জয়, কাব্য দাশ, প্রীতম আচার্য্য। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। সভায় বক্তারা বলেন, বাঙালি আবাল-বৃদ্ধ-বনিতার কানের ভিতর দিয়ে মর্মে এত তীব্রভাবে প্রবেশ করা বাংলা গানের প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। যাঁর স্বর ক্ষেপনে বায়ু মধুময় হয়ে উঠে, সিন্ধুতে ঘটে মধুক্ষরণ। যাঁর কন্ঠের মোহময়তায় আচ্ছন্ন হয়ে থাকে শ্রোতা, সুরের মূর্চ্চনায় প্লাবিত হয় তনুমন।