শিল্পী সংসদের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

16

 

নিবেদন শিল্পী সংসদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১ এপ্রিল বিকেলে নগরীর ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুপম মূৎসূদ্দী টিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা ইনস্টিটিটিউট চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। উদ্বোধক ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি অশোক কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী ডা. সুমন মুৎসুদ্দী, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রাবন্ধিক বিপ্লব বড়ুয়া প্রমুখ। রবীন্দ্র সঙ্গীতশিল্পী মৈত্রী চৌধুরী রিয়ার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বুড্ডিস্ট ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক প্রসুন বড়ুয়া জুয়েল, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, কবি সজল দাশ, কবি স্বপন বড়ুয়া, আবৃত্তিশিল্পী সোমা মুৎসূদ্দী। এতে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন এহসাস রহমান গুড্ডু,পদ্নমিতা বড়ুয়া মিতু, প্রাচী মূৎসূদ্দী, রীমা দত্ত, অনন্য বড়ুয়া বাতাসী, মৈত্রী চৌধুরী রিয়া, ঐশিকা মল্লিক ফান্টুস, পূজা রায় নিগ্নো, সুজন নাথ ভুট্টো, অর্ক নাথ, সুমনা বড়ুয়া, অর্পা বড়ুয়া, ঐশী মজুমদার, ত্রিপর্ণা দাশ, সুদীপ্ত চাকমা, অর্জিতা দাশ কথা, রাইমা দাশ, বিপাশা বড়ুয়া, রুপম মুৎসূদ্দী টিটু, একক নৃত্য পরিবেশন করেন শ্রীজা মুৎসুদ্দী। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী প্রজন্মকে পরিশুদ্ধ বাঙালী সংস্কৃতি চর্চার নিবেদন শিল্পী সংসদ ঐকান্তিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।