শিল্পকলা একাডেমিতে ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’

11

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাতীয় নৃত্যনাট্য উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত ২৭ জুন এই আয়োজনের প্রাক্কালে একাডেমির সচিব মো. আছাদুজ্জামানর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে ছিলেন নৃত্য গবেষক নিগার চৌধুরী এবং নৃত্য পরিচালক মিনু হক। আলোচনা পর্বের পর শুরু হয় নৃত্যনাট্য পরিবেশনা।
নৃত্যদল ভাবনার পরিবেশনায় মঞ্চস্থ হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘ভানুসিংহের পদাবলি’। এর পরিচালনা ও মূল চরিত্রে ছিলেন সামিনা হোসেন প্রেমা ও সংগীত পরিচালনায় ছিলেন সুমন সরকার এবং এতে কণ্ঠ দিয়েছেন মিতা হক ও সুপ্রতীক দাস।