শিল্পকলায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব

20

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম আয়োজিত দু’দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গত মঙ্গলবার শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ মিহির লালা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সভাপতিত্ব করেন সহসভাপতি হাসান জাহাঙ্গীর। আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় উৎসবের প্রথম দিনে অংশগ্রহণ করে উপজেলা শিল্পকলা একাডেমি রাঙ্গুনিয়া, বাঁশখালী, রাউজান ও ফটিকছড়ি। অনুষ্ঠানে সমবেত আঞ্চলিক গান, লোকসঙ্গীত, মাইজভান্ডারী গান, দেশেরগান, বঙ্গবন্ধুর গান ও পঞ্চকবির গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সঙ্গীতদল। দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নৃত্যদল ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি বিভাগ। একক সঙ্গীত পরিবেশন করেন আবদুর রহিম, শ্রেয়সী রায়, মো. মোস্তফা কামাল, টিপু দেবনাথ, জয় দত্ত, অর্পিতা মল্লিক ও অয়ন্তিকা দাশ।