শিরোপা থেকে এক ম্যাচ দূরে কাস্টম্স স্পোর্টস

57

চলমান জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল উদয়ন সংঘকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান বহাল রেখেছে কাস্টমস স্পোর্টস ক্লাব। জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আগামী ২৬ ডিসেম্বর লিগের শেষ খেলায় ব্রাদার্সের সাথে ন্যুনতম ড্র করলেই তাদের শিরোপা নিশ্চিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে একমাত্র এ খেলায় শেষ দিকে জয়সূচক গোলটি করেন এলিটা কিংসলে। এ ফলাফলে ৮ খেলা শেষে ২০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে কাস্টমস ক্লাব। ৮ খেলা শেষে উদয়নের পয়েন্ট ৯।
শুরু থেকে গোলের জন্য মরিয়া কাস্টমস ক্লাব বারবার ব্যর্থ হয়ে ৮৭ মিনিটে সফল হয়। বক্সের বামপ্রান্ত থেকে ফ্রাঙ্কের বাড়ানো বলে টোকা দিয়ে এলিটা বল জালে জড়ান (১-০)। এর আগে প্রথমার্ধে একবার সায়মন ও দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কের শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। উদয়ন সংঘও গোলের সুযোগ মিস করে। ৪৩ মিনিটে তাদের স্ট্রাইকার আরিফের শট বাইরে যায়। এছাড়া দ্বিতীয়ার্ধে আব্রাহামের হেড অল্পের জন্য বাইরে যায় ও ফ্রি-কিক কাস্টমস কিপার কর্নার করে প্রতিহত করেন। ম্যাচ সেরা কাস্টমস ক্লাবের জনির হাতে ক্রেস্ট তুলে দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু।
দু’দলে যারা খেলেছেন- কাস্টমস ক্লাব: শিমুল, জনি, কাবিল, সায়মন, শান্ত (শাহজাহান), ফ্রাঙ্ক, এলিটা কিংসলে, মোতালেব (হিরো), মিলন (পাভেল), মোস্তফা, জুয়েল।
উদয়ন সংঘ: জামিল, মোরশেদ, বক্কর, মওদুদ (শিবলু), মানিক, মিনহাজ (আমিনুল), হোসেন, রাসেল, ইসহাক, রিপন, আব্রাহাম। রেফারি: জি এম চৌধুরী নয়ন। আজকের খেলা- শতদল:বিসিআইসি ক্রীড়া সংসদ (বিকেল ৩টা)।