শিরোপা জয়ের হ্যাটট্রিক শোভনীয়া ক্লাবের

37

এলিট পেইন্ট এন্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি. এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ সিডিএফএ কিশোর (অনূর্ধ্ব-১৫) ফুটবল লিগে টানা ৩য় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদারবাড়ী শোভনীয় ক্লাব। গতকাল এম.এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ১-০ গোলে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে।
এ জয়ের ফলে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব পর পর তিনবার এই লিগের শিরোপা জিতলো। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট এন্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি: এর পৃষ্ঠপোষকতায় এই কিশোর ফুটবল লিগ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলার অতিরিক্ত সময়ের দেয়া গোলে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে এই হ্যাট্রিক শিরোপা অর্জন করলো। সিডিএফএ ২০১৬, ২০১৮ এবং ২০১৯ সালে কিশোর ফুটবল লিগের আয়োজন করে। এই তিন বছরই মাদারবাড়ী শোভনীয়া ক্লাব চ্যাম্পিয়ন হয়ে কৃতিত্ব দেখায়। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলার নির্ধারিত সময়ে কোনদল গোল করতে পারেনি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় ও আকর্ষণীয় এ খেলায় দু’দলই গোলের কিছু সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি। কর্ণফুলীর গোল কিপার বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন। নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ে খেলা শুরু হলে ৩ মিনিটের মাথায় গোলের দেখা পায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। এ সময় বক্সের বাইরে ফ্রি কিক পায় তারা। এ থেকে নিখুঁত শটে কর্ণফুলী কিপারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন শোভনীয়ার সাকিবুল ইসলাম (১-০)। শেষ দিকে লাল কার্ড দেখা শোভনীয়ার ইমনকে নিয়ে দলের কোচ মহসিন সাজু উত্তেজিত হয়ে পড়লে রেফারী তাকেও মাঠ থেকে বের করে দেন। খেলার বাকি সময় তেমন সুযোগ সৃষ্টি না হলে এ স্কোর লাইনেই ফাইনাল খেলা শেষ হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ এর পরিচালক রাহিল আহমেদ। সিডিএফএ এর সহ-সভাপতি এস এম শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিডিএফএ এর সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠানের জি.এম (প্রশাসন) এ.কে. আজাদ।
উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম, আবু সরওয়ার চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, নোমান আল মাহমুদ, আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, প্রবীন কুমার ঘোষ, লুৎফুল করিম সোহেল, তিমির বরণ চৌধুরী, রাশেদুর রহমান মিলন, হারুন রশিদ, সিডিএফএ কাউন্সিলর কাজী জসিম উদ্দিন প্রমুখ।