শিরোপার দুয়ারে বায়ার্ন

5

কোলনের মাঠে লাইপজিগ হেরে যাওয়ায় বায়ার্ন মিউনিখের সামনে সুযোগ আসে ব্যবধান বাড়িয়ে নেওয়ার। সেটা দারুণভাগে কাজে লাগিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার লেভারকুজেনকে হারিয়ে বুন্ডেসলিগায় শিরোপা ধরে রাখার অভিযানে বড় এক ধাপ এগিয়ে গেছে হান্স ফ্লিকের দল। টানা নবম শিরোপা জয়ের অভিযানে মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ২-০ গোলে জিতেছে বায়ার্ন। এরিক-মাক্সিম চুপো মোটিংয়ের গোলে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান জশুয়া কিমিচ।
দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের সঙ্গে বায়ার্নের ব্যবধান বেড়ে হলো ১০ পয়েন্ট। আগামী শনিবার মাইন্সের মাঠে জিতলেই শিরোপা উৎসবে মাতবে বায়ার্ন। ৩০ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৭১। লাইপজিগ ৬১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৫ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। চার নম্বরে ভলফসবুর্কের পয়েন্ট ৫৪, একটি ম্যাচ কম খেলেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়া বরুশিয়া ডর্টমুন্ড ২৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ৬ নম্বরে থাকা লেভারকুজেনের পয়েন্ট ৩০ ম্যাচে ৪৭।