শিবরাজ গিরির তিরোধান উৎসব শুরু কাল

9

বোয়ালখালী উপজেলার সারোয়াতলী আনন্দময়ী কালী মন্দির ও নাগা বাবার সমাধিপীঠে শিবরাজ গিরি নাগা বাবার চার দিনব্যাপী ৩০তম তিরোধান উৎসব ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। মঙ্গলধ্বজা উত্তোলন ও গুরু কীর্তনের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হবে। বুধবার সকালে অনুষ্ঠিত হবে চÐীযজ্ঞ, মাতৃপূজা, গুরু মহারাজের ভোগ নিবেদন, নাগা বাবার বিশেষ পূজা এবং দুপুরে ও রাতে অন্নপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় ধর্মসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের পর অধিবাস কীর্তন। একইদিন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে। বৃহস্পতিবার অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তন, গুরু পূজা, মাতৃপূজা এবং দুপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শুক্রবার ঊষালগ্নে নাম সংকীর্তনের পূর্ণাহুতির মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। বিজ্ঞপ্তি