‘শিক্ষা প্রতিষ্ঠান হোক নিরাপদ সড়ক তৈরির প্রথম পাঠশালা’

12

হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচ) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই’ শীর্ষক শিক্ষার্থী সমাবেশে বক্তারা বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সড়কে চলাচলের নিয়ম শেখাতে হবে। নিরাপদ সড়ক বিষয়ে সচেতন ও সতর্কতার বিষয়ে অবগত করার কোনো বিকল্প নেই। কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষা শিক্ষার্থীরা অনেক বেশি গ্রহণ করে। এখন বলতে হবে- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হোক নিরাপদ সড়ক তৈরির প্রথম পাঠশালা।
তবে আগামী প্রজন্মের জন্য তৈরি হবে নিরাপদ সড়ক। সম্প্রতি হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন আবদুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই হাটহাজারী উপজেলা কমিটির সভাপতি ওজাইর আহমদ হামিদী, সাধারণ সম্পাদক মো. ফরিদ উল্লাহ, মো. কামরুজ্জামান, মো. সফিউল আজম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার, এইচএম জসীম উদ্দীন জিকো প্রমুখ। বিজ্ঞপ্তি