শিক্ষা দিবসের সমাবেশে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ শিক্ষা এখন এসি রুমে লাখ টাকায় বিক্রি হয়

1

 

গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সিআরবি শিরীষ তলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ মহান শিক্ষা দিবস স্মরণে ছাত্র সমাবেশের আয়োজন করে। সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক রণজিৎ কুমার দে এবং ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার প্রাক্তন সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক দিলীপ নাথ। সাংস্কৃতিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলার জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীতের পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি গৌরচাদ ঠাকুর অপু, চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক খালিদ মিরাজ, সাংগঠনিক সম্পাদক টিকলু দে, কোতয়ালী থানার সাধারণ সম্পাদক অয়ন সেনগুপ্ত, পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক নিশান রায়, শুভ নাথ, সাজ্জাতুর জামান অভি, মোহাম্মদ মোস্তফা প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, বাংলার ইতিহাসে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই ও শিক্ষাকে পণ্যে পরিণত করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধের গৌরবময় একটি দিন। ১৯৬২ সালে ‘টাকা যার শিক্ষা তার’ এই অঘোষিত নীতির ভিত্তিতে রচিত সা¤প্রদায়িক এক শিক্ষানীতি এদেশের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়ার ঘৃণ্য অপচেষ্টা চালায় আইয়ুব সরকার। বক্তারা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, ‘শিক্ষা আজকে এসি ক্লাসরুমে লাখ টাকায় বিকিকিনি হচ্ছে। আজকে করোনা পরিস্থিতিতে যেখানে অনেক শিক্ষার্থীর পরিবারে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেতন-টিউশন ফি আদায়ের ক্ষেত্রে ন্যুনতম ছাড় দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী, সরকারি চাকরিজীবীসহ নানা শ্রেণির মানুষের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও ‘অলাভজনক’ বিবেচনায় শিক্ষা ও শিক্ষার্থীরা বিবেচনার বাইরেই থেকে গিয়েছে। আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে বৈষম্যের চূড়ান্ত রূপ পরিলক্ষিত হচ্ছে শিক্ষাক্ষেত্রে। ইন্টারনেট ও প্রযুক্তিগত সুবিধার বাইরে থাকা উল্লে­খযোগ্য সংখ্যক প্রান্তিক শিক্ষার্থীরা আজ অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না। মেগা প্রকল্পের গল্পে ঢাকা পড়ে যাচ্ছে শিক্ষার্থীদের অনিশ্চিত শিক্ষা জীবনের চিত্র। সমাবেশ থেকে ছাত্র নেতৃবৃন্দ ৫ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলোÑ সকল শিক্ষক-শিক্ষার্থীদের টিকা প্রদান করে পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা, দ্রæত ২০২০-২১ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা গ্রহণ এবং সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, করোনাকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করা ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা। বিজ্ঞপ্তি