শিক্ষা জগতে শ্রীদাম চন্দ্র আলোর ফেরিওয়ালা

64

সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষানুরাগী শ্রীদাম চন্দ্র নাথ প্রাথমিক বিদ্যালয়ে ১৪ বছর কোন সম্মানী ভাতা ছাড়াই শিক্ষকতা করে তিনি অনুকরণীয় আদর্শ হয়েছেন। শিক্ষা জগতে তিনি একজন আলোর ফেরিওয়ালা। বর্তমান অবক্ষয় ও স্বার্থের যুগে শ্রীদামের পরার্থপরতার বিষয়টি অত্যন্ত বিরল। আমরা তাঁকে অনুসরণ করে বড়মাপের মানুষ হতে পারি। তিনি গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় প্রখ্যাত শিক্ষাবিদ শ্রীদাম চন্দ্র নাথ স্মরণে ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলাউজান নাথপাড়া ছাত্র-যুব পরিষদ চট্টগ্রাম মহানগরী আয়োজিত নগরীর সদরঘাটস্থ ডায়মন্ড মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিলন কান্তি দেবনাথ। এতে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট নাট্যজন সুদর্শন চক্রবর্তী। সংস্কৃতি কর্মী লাভলী দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠক অ্যাড. শুভাশীষ শর্মা। সংবর্ধিত অতিথি ছিলেন আশালতা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার চৌধুরী, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কান্তি দত্ত, বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ, কাটিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ, কুন্ডেশ্বরী মহিলা কলেজের অধ্যক্ষ সজল চৌধুরী, যশোদা-নগেন্দ্র মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ধর, ডা. ফজলুল হাজেরা কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ। অনুষ্ঠানে কৃতি গীতা প্রশিক্ষক দেবরাজ সিংহ ও কৃতি শিক্ষার্থী সোমা চৌধুরী, পলা সোম ও বর্ষা সেনগুপ্তাকেও সম্মাননা দেয়া হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রয়াতের জ্যেষ্ঠপুত্র সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। জীবনী পাঠ করেন বাচিক শিল্পী শান্তনু মিত্র। স্মরণগীতি পরিবেশন করেন শিক্ষক মৌসুমী চৌধুরী। বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, মহানগর সংসদ সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, অধ্যাপক পপি সাহা, পতেঙ্গা থানার ইন্সপেক্টর প্রকাশ প্রণয় দাশ, অ্যাড. প্রকাশ কান্তি নাথ, অ্যাড. উৎপল দাশ, অংকুশ দে, সংগঠক টিটু দাশ, সুব্রত নাথ রুবেল, অ্যাড. রিগ্যান আচার্য, চিত্রশিল্পী নিউটন দত্ত, অধ্যাপক নীলিমা দাশ, প্রকৌশলী শিপন রায় চৌধুরী, নারীনেত্রী পম্পী দাশ, কাননবালা ধর প্রমুখ। বিজ্ঞপ্তি