‘শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবে’

9

 

নগরীর চান্দগাঁও ওয়ার্ডের বড়বাড়ি নাথপাড়া পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে বাণী অর্চনা উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক এসরাল। চান্দগাঁও থানা পূজা পরিষদের উপদেষ্টা সমাজসেবক সঞ্জীব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চান্দগাঁও থানা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিউটন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক টুটুল নাথ, চান্দগাঁও থানা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দাশ, চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদ সহ-সভাপতি টিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যীশু চৌধুরী প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মো. এসরারুল হক এসরাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় শিক্ষার প্রয়োজনীয় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিটি শিক্ষার্থীর প্রতিজ্ঞা হোক, সুশিক্ষিত হয়ে তারা দেশ গঠনে ভূমিকা রাখবে।