শিক্ষার্থীরা এখন স্বল্প খরচে নাস্তা ও দুপুরের খাবার খেতে পারবে

16

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের নবনির্মিত স্টুডেন্টস ক্যান্টিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ২৮ জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যান্টিনের কার্যক্রম উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. এস.এম. আবে কাউছার-এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম। অনুষ্ঠানে চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, উক্ত অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিজ্ঞান অনুষদের এ ক্যান্টিনের কার্যক্রম শুরু হওয়ার ফলে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে।
শিক্ষার্থীরা এখন স্বল্প খরচে সুন্দর পরিবেশে নাস্তা এবং দুপুরের খাবার খেতে পারবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই আন্তরিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় সীমিত সম্পদের মাঝে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা দিতে। উপাচার্য ক্যান্টিনে কর্মরত সেবা দানকারীদেরকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।