শিক্ষার্থীরা আগামীদিনে দেশ ও জাতির চালিকাশক্তি

38

ইসলামিক ফ্রন্ট এর চট্টগ্রাম নগর সাংগঠনিক সম্পাদক আলহাজ এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, দেশের জাতীয় অর্থনীতির পারদ ক্রমাগত উর্ধ্বমূখী। তথাপিও রপ্তানি আয়ের সূচক সন্তোষজনক নয়। বৈদেশিক রেমিট্যান্স এর সূচকও আশাব্যাঞ্জক নয়। নতজানু পররাষ্ট্রনীতির কারণে শ্রমবাজার হারাচ্ছে দেশ। বিনিয়োগ এর সার্বিক অনুকূল পরিবেশ বিদ্যমান থাকার পরও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাচ্ছে না। যার অন্যতম কারন হচ্ছে দুর্নীতি, সুশাসনের অনুপস্থিতি, ক্রমবর্ধমান বিচারবহির্ভূত হত্যাকান্ড ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা রূদ্ধ হয়ে যাওয়া। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এহেন পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলসমূহের পারস্পরিক ঐকমত্য প্রতিষ্ঠা খুবই জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ছাত্ররা দেশ ও জাতির চালিকাশক্তি। জাতীয় জীবনের সর্বপ্রকার অর্জনের নেপথ্যে রয়েছে ছাত্রসমাজের অমূল্য আত্মত্যাগ এর কীর্তিগাঁথা। যেকোন অন্যায়-অত্যাচার, জুলুম -নির্যাতন,ও দুঃশাসন এর বিরুদ্ধে ছিল ছাত্রসমাজের অগ্নিস্ফুলিঙ্গ ভূমিকা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়! গৌরব ও অহংকারের প্রতীক সেই ছাত্রসমাজ এখন মহল বিশেষের ক্রীড়নক। দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা তাদের নিকট পুরোপুরিভাবে উপেক্ষিত। ইসলামী ছাত্রসেনা পাহাড়তলী থানার কাউন্সিল ২০২০ উপলক্ষে গত ২৬ ডিসেম্বর পাহাড়তলী আবদুল আলী নগরস্থ দি নিউ ইলেভেন স্টার ক্লাবে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা পাহাড়তলী থানার সভাপতি ছাত্রনেতা আবুল হাশেম রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বলেন, ইসলামিক ফ্রন্ট মহানগর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত পাহাড়তলী থানার সভাপতি আলহাজ্ব মাওলানা আনিসুর রহমান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি ছাত্রনেতা কাউসারুল আলম সোহেল। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ জিহান উদ্দীন রিয়াদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা হারুনুর রশীদ নুরী, আলহাজ্ব ইলিয়াছ খান ইমু, মাওলানা মহিউদ্দীন তাহেরী নক্সবন্দি, মাওলানা সিদ্দিক আকবর মেহেরী, আলহাজ্ব শেখ আহমদ মোজাদ্দেদী। পরিশেষে কাউন্সিলে উপস্থিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২০-২০২২ সেশনের জন্য মোহাম্মদ জিহান উদ্দীন রিয়াদকে সভাপতি, মোহাম্মদ কাউসার আলমকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাজ্জাদ হোসেন শুভকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ কামরুল হাসান নয়নকে অর্থ সম্পাদক, মোহাম্মদ ফজলে রাব্বি ফরহাদকে দপ্তর সম্পাদক ও মোহাম্মদ তৈয়বকে প্রচার সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।