শিক্ষার্থীদের হাতে স্বাধীনতার রক্ষাকবচ: মেয়র

15

বঙ্গবন্ধুর নেতৃত্বে পাওয়া স্বাধীনতা রক্ষার দায়িত্ব শিক্ষার্থীদেরকে বহন করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শনিবার আর এম এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, একাত্তরে ছাত্র অবস্থায় বঙ্গবন্ধুর ডাকে ঘর ছেড়ে যুদ্ধে গিয়েছিলাম। দেশ স্বাধীন হলেও এখনো স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র থেমে নেই। শিক্ষার্থীদের হাতে স্বাধীনতার রক্ষাকবচ। শিক্ষার্থীরা কেবল পড়লে হবে না, তাদের হয়ে উঠতে হবে যোগ্য মানুষ। আজকের শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে আমাদের প্রত্যাশা। বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণ হবে শিক্ষার্থীদের হাত ধরে।
বঙ্গবন্ধু হল, প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মো. ফরহাদ উদ্দিন, খন্দকার সাইফুল ইসলাম, আলাউল কায়ছার ইমন, মো. সাইফুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মনজুর আহম্মদ। বিজ্ঞপ্তি