শিক্ষার্থীদের বিশ্বজয়ের অঙ্গীকার থাকতে হবে

38

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বিশ্বজয়ের অঙ্গীকার নিয়ে শিক্ষার্থীরা পঠন-পাঠনসহ জ্ঞান-গবেষণায় অধিকতর মনোযোগী হয়ে নিজেদের সৎ-দক্ষ-যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে; তবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন সার্থক হবে। গত ৫ ফেব্রæয়ারি চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুয়াজ্জম হোসেন, চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন মো. আবিদ আলী ভুঁঞা, চবি প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, ছাত্রলীগ চবি শাখার সাবেক সভাপতি এবং উক্ত এসোসিয়েশনের পৃষ্ঠপোষক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আ ন ম শামীম হাসান, উক্ত এসোসিয়েশনের পৃষ্ঠপোষক কাজী আবদুস সোবহান, লায়ন মো. নঈমুল ইসলাম ফরিদ এবং লায়ন মো. মুনীর হোসেন।
উপাচার্য বলেন, দেশে আধুনিক বিজ্ঞানমনস্ক মানবসম্পদ উৎপাদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিকে আধুনিক বিজ্ঞানসম্মত সিলেবাস প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করছে অন্যদিকে ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষার নান্দনিক পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপাচার্য শিক্ষার্থীদেরকে দুনীতি-সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার থেকে লেখাপড়ায় অধিকতর মনোনিবেশের মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সৎ-দক্ষ-যোগ্য নাগরিক হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান। তিনি বিদায়ীদের সুন্দর সাফল্যমন্ডিত জীবন প্রত্যাশা করেন। পরে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন।
চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন-চবি সভাপতি মোহাম্মদ কাউসার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য ফরিদুল আলম শরণের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম মিজি। অনুষ্ঠানে চবি বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি