শিক্ষার্থীদের বিদায় ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান

29

সাতকানিয়া মডেল হাই স্কুল
সাতকানিয়া মডেল হাই স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মহাফিল গত ১৬ জুন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এবং উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ইদ্রিচ, প্রচার সস্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, বিদ্যালয় পরিচালনা পর্ষদ দাতা সদস্য মোহাম্মদ শফিউল আজম, অভিভাবক সদস শওকত হাসান, মোহাম্মদ নাজিম উদ্দিন, শফিকুল ইসলাম, নুরুন নবী, শফিকুর রহমান, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দিন, মো. কামাল উদ্দিন, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজুন্নবী খোকন, শিক্ষক প্রতিনিধি সদস্য ফরিদ আহমদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, শামীম আকতার, সাতকানিয়া পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি আনিসুর রহমান, কাইছার হামিদ, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মো. ইদ্রিস, যুগ্ম আহবায়ক মো. এমরান, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।

রাউজানের আধারমানিক উচ্চ বিদ্যালয়
রাউজানের আধারমানিক উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র দাশের সভাপতিত্বে গত ১৫ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন রাউজান ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন আধারমানিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেবক পরিতোষ দে। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ- প্রধান শিক্ষক সহদের চন্দ্র দাশ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশীষ কুমার পাঠকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের সদস্য ও আধারমানিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য স্বরূপানন্দ চৌধুরী, আধারমানিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য স্বপন চৌধুরী, আশীষ চৌধুরী মানিক, বসুমিত্র বড়ুয়া, সদস্য মিঠুন বড়ুয়া, আশীষ দে, নয়ন দে, আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি বিনন্দ বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ আকিব, পবিত্র গীতা পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী অর্পা চৌধুরী, পবিত্র ত্রিপিটক পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী পদ্মশ্রী বড়ুয়া। মানপত্র পাঠ করেন রাখেন তুলি দে। পরীক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন অনামিকা চৌধুরী, কৌশিক বড়ুয়া, মুহাম্মদ শিহাব, অমি বড়ুয়া, পায়েল বড়ুয়া, মৃত্তিকা বড়ুয়া।
অনুষ্ঠান শেষে আধারমানিক উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে স্বরূপানন্দ চৌধুরী ও বিনন্দ বড়ুয়া কতৃর্ক সংবর্ধনা প্রধান করা হয়।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া সদরের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোছাইন। ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম শাহাদাত হোসেন, সদস্য এম আজম খাঁন, অবসরপ্রাপ্ত শিক্ষক মুবিনুল হক, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সহকারী প্রধান শিক্ষক আবদুল কাদেরা সহকারী শিক্ষক আছহাব উদ্দিন, বিজ্ঞান বিভাগের ছাত্রী নুসরাত হায়া নিশু, মানবিক বিভাগের ছাত্রী সানজিদা, দশম শ্রেণির ছাত্রী আনিচা সোলতানা শিপু ও তাইমা কাউছার।

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়
রামগড় উপজেলায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৫ জুন এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ ও সহকারী শিক্ষক মো. রাশেদুল ইসলাম সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. রফিকুল আলম প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বীর মুক্তিযুদ্ধা মফিজুর রহমান প্রমুখ। পরে মিলাদ ও দোয়া শেষে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের হাতে বিদায়ী উপহারসহ মানপত্র তুলে দেন।

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়
রাঙামাটির লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জুন উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদয়ালয়ের মিলনায়তে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম।
এতে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বক্তব্যে তিনি বলেন, লংগদুতে রাবেতা শুধু স্বাস্থ্যসেবা নয় শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় উপজেলা ছাড়িয়ে জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মন দিয়ে পড়াশোনা করে যাও। যাতে আরো উচ্চ পর্যায়ের ভালো শিক্ষা অর্জন করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আবদান রাখতে পার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক হারুন অর রশীদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর। আনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা এএসএম সিরাজুল ইসলাম।