শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে টেরাকোটা স্থাপন প্রশংসনীয়

9

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে মাটির তৈরি টেরাকোটা ম্যুরাল। এতে শিল্প প্রতষ্ঠানে দক্ষ লিডারশিপ তৈরি, দেশের উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা, উদ্যোক্তা সৃষ্টি ও ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়সহ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য তুলে ধরা হয়। ৩০তম ব্যাচের উদ্যোগে টেরাকোটার ম্যুরাল নির্মাণ করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র চারুকলা প্রশিক্ষক সঞ্জীত রায়।
গত বুধবার দুপুর সাড়ে ১২টায় ম্যুরালটির উদ্বোধন করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও সুবর্ণজয়ন্তী আয়োজন কমিটির আহŸায়ক জসিম উদ্দিন চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, বিভাগের সভাপতি আবু মুহাম্মদ আতিকুর রহমান, সুবর্ণজয়ন্তী আয়োজন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব, মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া, ব্যাংক এশিয়ার অবসরপ্রাপ্ত ডিএমডি মোহাম্মদ রশাঙ্গির বাচ্চু, সাউথ ইস্ট ব্যাংকের রিজওনাল (চট্টগ্রাম) অফিসার রাশেদ বিন আমিন ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার এস এম সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে জসিম উদ্দিন চৌধুরী বলেন, সৃজনশীল টেরাকোটা ম্যুরালটির নতুন নতুন আইডিয়া ও কর্মকাÐ সবাইকে মুগ্ধ করেছে। শিক্ষার্থীদের দিক-নির্দেশনা দিতে টেরাকোটা স্থাপন একটি প্রশংসনীয় কাজ। নির্মাতার সাথে যুক্ত সবাইকে অভিবাদন জানাচ্ছি।