শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়

30

চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির স্বর্ণশিখরে আরোহণ পারে না। শিশু-কিশোররা আগামী দিনের কর্ণধার। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সন্তানদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সকলের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়।
৩০ মার্চ সকাল ১০টায় মিডসিটি মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। স্কুল মাঠে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী। উপাচার্য কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মিডসিটি স্কুলের অধ্যক্ষ সেলিনা আখতার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিসেস ডালিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. নুরুল আমিন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি