শিক্ষার্থীদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে

44

দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে এ বিপুল সংখ্যক শিক্ষার্থীর সমাগম হয়। বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা যেমন পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত ভালবাসা দিয়ে বিদায় জানিয়েছে, তেমনি নবাগত শিক্ষার্থীদের নেয়া হয়েছে বরণ করে।
গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। এসময় তিনি বলেন, ‘বাল্য বিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদকে না বলুন, দেশ প্রেমের বলে বলীয়ান হয়ে সোনার বাংলা গঠনকে হ্যাঁ বলুন’
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। এজন্য সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। পুরাতন বই দিয়ে বছরের অর্ধেক সময় পার করার দিন শেষ হয়ে গেছে। এখন বছরের প্রথম দিন সকল স্তরের শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাচ্ছে। তোমাদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। শফিউল আজম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন স্কুল দাতা সদস্য বলায়েত হোসেন, শিক্ষানুরাগী সদস্য মো. জসিম উদ্দিন, স্কুল কমিটির সদস্য মিসেস তাহমিনা, প্রধান শিক্ষক হারুনুর রশীদ কুতুবী। খবর বিজ্ঞপ্তির