শিক্ষার্থীকে সৎ নিষ্ঠাবান ও আলোকিত মানুষ রুপে প্রতিষ্ঠিত হতে হবে

36

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যা কিছু ভালো তাকে অন্তরে ধারণ এবং যা কিছু মন্দ তা পরিহার করে একজন আলোকিত ভালো মনমানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
একজন শিক্ষার্থীকে সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান ও আলোকিত মানুষ রুপে প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষক ও অভিভাবকদের এ কাজে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জাগ্রত করতে হবে। গত শনিবার পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন গালর্স হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষার্থী সমাবেশ ও হাজী খুইল্যা মিয়া সওদাগর ফাউন্ডেশন কর্তৃক বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু তালেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভীন, সাবেক কমিশনার মো. ইসহাক, মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন ইকবাল, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াছ, এড. মো. ইউসুফ, হাজী আবদুল করিম, কাজী শাহিন সুলতানা, চসিক নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, সহকারী প্রকৌশলী আরিফুল রহমান, প্রধান শিক্ষক আখতার হোসেন,তাহেরা বেগম প্রমুখ। সিটি মেয়র আরো বলেন, দরিদ্র, হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার প্রসারের জন্য চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ শতাংশ বিনাবেতনে অধ্যয়নের জন্য সুযোগ রয়েছে। এছাড়াও মানবিক বিবেচনায় অনেক দরিদ্র শিক্ষার্থীকে ভর্তি ফি মওকুফ করা হয়ে থাকে। তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকবৃন্দদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শিক্ষক স্বল্পতা দুরীকরণের লক্ষ্যে ও মানসম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। অত্র প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ সংকট দুর করার জন্য নতুন ৬ তলা বিশিষ্ট ভবন খুব শিঘ্রই নির্মাণ করা হবে। অনুষ্ঠান শেষে হাজী খুইল্যা মিয়া সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ও কলেজ শাখার ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ৬২জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করেন সিটি মেয়র। বিজ্ঞপ্তি