শিক্ষাব্যবস্থা চলবে স্বাভাবিকভাবে : তালেবান

9

আফগানিস্তানের রাজধানী কাবুল ঘিরে রাখার পর সরকারের সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার মধ্যেই রবিবার দেশটির শিক্ষা ব্যবস্থা নিয়ে এক বিবৃতি দিয়েছে তালেবান। এতে দেশটির সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নারী ও পুরুষ শিক্ষার্থীদের অধ্যয়ন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম পাজহক এখবর জানিয়েছে। বিবৃতিতে তালেবান উচ্চ শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশে চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ না করার আহŸান জানিয়ে বলেছে কোনও নেতিবাচক পরিবর্তন হবে না। এতে আরও বলা হয়েছে, কোনও বিরতি ছাড়াই ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিভাগ চলমান থাকবে। তালেবানের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ছাড়া দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আন্তরিক সততার সঙ্গে নিশ্চয়তা দিচ্ছি যে, আপনাদের ও আপনাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে।