শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এটিএম পেয়ারুল আজীবন মানবকল্যাণে কাজ করে গেছেন জাফর আহমদ

16

ইউসিবিএল’র সাবেক চেয়ারম্যান ও জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জাফর আহমদ চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, পরিবারের পক্ষে বক্তব্য দেন মরহুমের সহধর্মিণী সাবেক মহিলা কমিশনার হাসিনা জাফর। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক একরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মাঈনুদ্দীন কাদেরী শওকত, জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কান্তি দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, প্রণবরাজ বড়–য়া, মো. লিপটন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, হাবিব মাহমুদ সাজ্জাদ, কবি মনজুর আলম, আনোয়ারা বেগম, কানিজ ফাতেমা লিমা, জাবেদ জাহাঙ্গীর টুটুল, সাফাত বিন সানাউল্লাহ, রতন ঘোষ, হানিফ চৌধুরী, বাবুল হোসেন বাবলা, মো. আলী, শিউলী আকতার, আবদুর রহিম, জসিম উদ্দীন, মোস্তাফিজুর রহমান মানিক, ছবির আহমদ, ডা. আলী রোম্মান, আশরাফ রহমান, শিহাব রহমান, এজহার চৌধুরী, আব্দুর রহিম প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, দুর্দিনে আওয়ামী পরিবারের নিবেদিত অভিভাবক হিসেবে কাজ করেছেন জাফর আহমদ চৌধুরী। তিনি আজীবন মানবকল্যাণে কাজ করে গেছেন। সভা শেষে ৯ শিক্ষার্থীকে জাফর আহমদ চৌধুরী স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি