শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন

5
ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য দেন কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু
হাজেরা-তজু ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন মুজিবুর রহমান

শোভনদন্ডী ডিগ্রী কলেজ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম বলেছেন, লেখাপড়ার বিকল্প কিছু নেই। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে সমাজ ও দেশের সেবা করতে হবে। গত ১ ফেব্রæয়ারি পটিয়ার শোভনদন্ডী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি মফজল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আরিফ উল্লাহ, গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, অভিভাবক সদস্য সানাউল্লাহ ভুট্টো, শিক্ষা উপ-কমিটির সদস্য সাংবাদিক মো. আইয়ুব আলী। অধ্যাপক মোশাররফ হোসাইন ফারুকী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. হামিদ হোসাইন, অধ্যাপক বিধান চক্রবর্তী, অধ্যাপিকা ফারজানা করিম, শিক্ষার্থী আহমেদুল হক রাসেল, আসমাউল হুসনা, সানজিদা সুলতানা প্রমুখ। পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কাপাসগোলা চসিক মহিলা কলেজ
নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজে একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২২-২০২৩) ওরিয়েন্টেশন ক্লাস ১ ফেব্রæয়ারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. ইব্রাহিম, কলেজ গভর্নিং বডির সদস্য ইকবাল আলী নেওয়াজ। বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক তাহামিনা আক্তার, অপরাজিতা বড়ুয়া, হাসনে হেনা চৌধুরী, এনামুল হক। এছাড়া অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও নবাগত ছাত্রীরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নূর মোস্তফা টিনু বলেন, শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। একটি মোমবাতি থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যায়। তেমনি তোমরা সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবে। তিনি মাদকাসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহŸান জানান।
মোস্তফা হাকিম কলেজ
সাবেক মেয়র এম মনজুর আলম প্রতিষ্ঠিত মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ১ ফেব্রæয়ারি সকালে দেশরতœ শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং নবাগত একাদশ শ্রেণির ১৭শ শিক্ষার্থীকে ফুলের পাপড়ি ছিটিয়ে প্রথমে বরণ করা হয়। পরে কলেজ পরিচালনা পরিষদ সভাপতি, শিল্পপতি ও চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ শাহীন আলম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. সাইফুল আলম। স্বাগত বক্তব্য দেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর। আলোচনা করেন ভাইস প্রিন্সিপাল মাহফুজুল হক চৌধুরী, শিক্ষক আবু ছগীর, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীল বর, অসীম চক্রবর্তী, পরিচালনা কমিটির সদস্য রঞ্জন কানন সিংহ, নেছার আহমদ, ফজলুল কাদের, বাদশা আলম সহ অন্যরা। ছাত্রদের মধ্যে বক্তব্য দেন দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালহা, প্রথম বর্ষের ছাত্র কাজী সামীর। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দ্বিতীয় বর্ষের ছাত্র ফকির গাজী। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফরিদুল আলম। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীবৃন্দ। শুরুতে কলেজের প্রতিষ্ঠাতাদের পিতা আবদুল হাকিম মাইজভাÐারী (র.) ও মোস্তফা খাতুন সহ অত্র কলেজের প্রতিষ্ঠাকালীন মরহুম অধ্যক্ষদের আত্মার মাগফরোত কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা হাকিম গ্রæপের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম বলেন, মোস্তফা-হাকিম বিশ^বিদ্যালয় কলেজ রাজনীতিমুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ব্যবসা, সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয় থাকলেও আমাদের কলেজটি জ্ঞান অর্জনের একটি পাদপীঠ। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও ডিগ্রি অর্জন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিগণিত হবে এই প্রত্যাশাই আমরা করি।
হাজেরা-তজু ডিগ্রি কলেজ
হাজেরা-তজু ডিগ্রি কলেজে ১ ফেব্রæয়ারি একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২২-২০২৩) ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সদস্য, প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র শিল্পপতি মুজিবুর রহমান। বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কুতুব উদ্দীন, অধ্যক্ষ এ.কে.এম ইছমাইল। উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ ইদ্রিছ, গভর্নিং বডির সাবেক সদস্য মো. মফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে এবং অভিভাবকদের স্বপ্ন পূরণ করে নতুন প্রজন্মের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও সমানভাবে সচেতন হতে হবে ও এগিয়ে আসতে হবে। কলেজে শুধু বেতন দিলে চলবে না, ছেলেমেয়েদের লেখাপড়া কতোটুকু এবং কিভাবে চলছে তা তদারকি করাও আপনাদের দায়িত্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ এস.এম আইয়ুব। সামগ্রিক দায়িত্ব ছিলেন একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহŸায়ক অধ্যাপক মো. আনোয়ার হোসেন।