শিক্ষণীয় বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় শিক্ষা কার্যক্রম

23

রাজস্থলী প্রতিনিধি

রাজস্থলী উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দৈনিক শিক্ষা কার্যক্রম শুরুটায় হয় মনমন্ধকর পরিবেশে। ঘড়ির কাঁটায় সময় যখন ১০টা বাজে টিক সে সময়ে বিদ্যালয়ের উপস্থিত শত ছাত্র-ছাত্রীরা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ব্যায়াম, জাতীয় পতাকা সম্মানসহ শপথ বাক্য পাঠ, সমবেত ভাবে জাতীয় সংগীত পরিবেশন শেষে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের স্ব স্ব শ্রেণি কক্ষে প্রবেশটা ও শৃঙ্খলাবদ্ধ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। বিদ্যায়ের বেশ কয়েক জন ছাত্র-ছাত্রী বলেন, নতুন করে বিদ্যালয়ে এমন উদ্যোগটি চালু করায় আমরা খুব খুশি। এবং দিন দিন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতর হাড় বাড়ছে। বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, সকালে স্কুল টাইমে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীরা যখন দেখি এসেম্বেলি করতে তখন খুব ভালো লাগে। কারণ ছাত্র-ছাত্রীরা দৈনিক শিক্ষা কার্যক্রম শুরুটায় যেন কিছু না কিছু শিক্ষনীয় উপদেশ গ্রহণ করতে পারে। তাই বিদ্যালয়ে এমন উদ্যোগটি গ্রহণ করায় শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জানান।