শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভা সম্পন্ন

41

 

কিন্ডারগার্টেন/বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ‘নতুন কারিকুলামে প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধিতে করণীয়’ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করতে গত ১০ জুন সকালে আহবায়ক মো. কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাজ্জাদুল করিম খান এর সঞ্চালনায় শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভা বন্দর থানাধীন ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলে অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন মো. এনায়েত হোসেন, বিশেষ আলোচক ছিলেন মো.খবির উদ্দিন, মো. রফিকুল ইসলাম মল্লিক, মো. শহিদুল্লাহ শহিদ, মো. জাকির হোসেন বশার, এম নজরুল ইসলাম খান, মো. মাসুদ পারভেজ, মো. সাইফুল ইসলাম, শেখ মো. রুবেল, মো. ফারুক হোসেন, মো. আবুল কাশেম, মো. আব্দুস সালাম, মো. ইমরান, মোছাম্মৎ জোসনা আক্তার, মো. মিরাজ মাহমুদ, মাওলানা মোহাম্মদ ইয়াসিন, মো. সাইফুল্লাহ, মো. পারভেজ হোসেন, মোঃ মেজবাউল করিম, মো. নেছার আহমেদ মোল্লা, মো. আশরাফুল ইসলাম, মোছাম্মৎ ইয়াসমি সহ প্রমুখ।
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে, পবিত্র ঈদুল আযহার পরে চট্টগ্রাম মহানগরীতে একটি ভেন্যু নির্ধারণ করে কিন্ডারগার্টেন/বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। যারা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে আগ্রহী তাঁরা প্রশিক্ষণ কর্মশালার আহ্ববায়ক কমিটির কাছে নাম তালিকাভুক্ত করবেন। প্রথমবার একশ প্রতিষ্ঠান প্রধান এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি