শিক্ষকরাই জাতি গঠনের কারিগর

11

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন ভালো শিক্ষক আমৃত্যু সম্মান পেয়ে থাকেন। শিক্ষকদের শিক্ষার অবদানে শিক্ষার্থীরা জাতীয় ও বিশ্বের সর্বক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বর্তমান যুগের শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে সুনাম অর্জন করছে। সেই শিক্ষাকে আধুনিকায়নে শিক্ষকদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ডিজিটালাইজড হওয়ায় অনেক পুরনো নিয়োগপ্রাপ্ত শিক্ষক পিছিয়ে রয়েছে। তাদেরকে এগিয়ে নিতে বর্তমান সরকার শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ, প্রতিটি প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে। এর প্রধান ভূমিকা রাখতে হবে শিক্ষকদের। আজকের দিবসটি দিয়ে শিক্ষকদের মূল্যায়ন অগ্রগতি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন সার্থক হয়ে উঠবে।
গত ২৭ অক্টোবর উপজেলা শিক্ষক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে কমিটির আহবায়ক গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রনজিত দত্তের সভাপতিত্বে কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার শাহা। আলোচনায় অংশ নেন উপাধক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, প্রধান শিক্ষক যথাক্রমে বিষ্ণু যশা চক্রবর্ত্তী, আবুল কালাম আজাদ, বিজয়ানন্দ বড়ুয়া, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার প্রমুখ। পরে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রদান, শ্রেষ্ঠ শিক্ষকসহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।