শিক্ষকদের নিরবতা নিয়ে প্রশ্ন তুললেন মেয়র

14

নিজস্ব প্রতিবেদক

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে আক্ষেপ করে বলেন, আমাকে এসব ঘটনা অবহিত করার মতো একজন শিক্ষকও কি ছিলেন না? প্রধান শিক্ষক প্রতিনিয়ত ছাত্রীদের সাথে এমন আচরণ করে যাচ্ছে, আপনাদের বিবেক কি নাড়া দেয়নি? আপনারা চুপ থাকলেও আমাদের ছাত্রীরা চুপ থাকেনি। তারা প্রতিবাদ করেছে। তাই আজ থলের বিড়াল বেরিয়ে এসেছে।’
গতকাল বুধবার সকালে তিনি বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক ও সংশ্লিষ্টদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন।
প্রসঙ্গত, যৌন হয়রানির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই শিক্ষককে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।
একইসঙ্গে তদন্তে কমিটিও গঠন করে কর্তৃপক্ষ। পরবর্তীতে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করে চসিক। একই ঘটনায় জেলা প্রশাসনও একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘যৌন হয়রানি প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ক্ষমা করা হবে না। অপরাধ করলে আমি কাউকে ক্ষমা করি না। এখন শুনছি ওই শিক্ষক আগেও একই কান্ড করেছে। তাকে আবার ছাত্রীদের এই স্কুলে নিয়োগ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।’
মেয়র শিক্ষকদের ভালোভাবে শিক্ষার্থীদের পড়াশোনা করানোর তাগিদ দিয়ে বলেন, ‘ শুধু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হতে হলে নীতি- নৈতিকতা থাকা প্রয়োজন। মা-বাবার পরে শিক্ষকের স্থান। ওই শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের পরে চাকরি বিধিমালা অনুসারে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে।’