শিকারিকে কারাদন্ড

30

হালদা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে রুই জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ) মা-মাছ শিকারের দায়ে এক মৎস্য শিকারীকে ১ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দÐপ্রাপ্ত মো. আলমগীর প্রকাশ আইযুব হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার আমতুয়া এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন উত্তর মাদার্শার আমতুয়া এলাকায় আলমগীরের বসতঘরে এ অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘর থেকে ৫ হাজার মিটার জাল জব্দ করে এবং তাকে আটক করে। পরে মা-মাছ শিকারের অপরাধে গতকাল সোমবার সকালে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয় বলে জানান ইউএনও।
ইউএনও বলেন, আইযুব পেশাদার জেলে নয়, গরীবও নয়। স্থানীয়দের ভাষ্য মতে, তার গরু, জমি ও দোকান আছে। তারপরও প্রতিদিনই আমতলি বাজারের পাশে হালদা নদীতে ঘেরা জাল বসিয়ে মা-মাছ শিকার করেন। সকলের সহযোগিতা না পেলে হালদা নদীর মা-মাছ রক্ষা করা খুব কষ্টকর এমনটা দাবি করে তিনি আরও বলেন, মা-মাছ শিকার বন্ধ করা আসলেই মুশকিল। নদীর মৎস্য সম্পদ তথা মা-মাছ রক্ষায় সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন।