শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে সেমিনার

9

 

বাঁশখালী উপজেলায় শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স কর্তৃক পরিচালিত শাহ্ মাহমুদিয়া ইসলামী নূরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদরাসায় গত শনিবার সকাল ১০টায় কে এম নাজমুল হক সিকদারের সভাপতিত্বে ‘শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সমাজপতিদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামস্থ বাঁশখালী সমিতির সভাপতি মোসলেহ উদ্দিন মনসুর। আলোচনায় অংশগ্রহণ করেন রোটারিয়ান জাবেদ, ব্যাংকার নাজিম উদ্দিন, দেশটিভির চট্টগ্রাম ব্যুরো চীফ সাংবাদিক আলমগীর সবুজ, ব্যাংকার মোহাম্মদ বেলালুর রহমান, অধ্যক্ষ মাওলানা ইউছুফ আনছারী, মাওলানা এরফানুল হক সিকদার, আবদুল ওয়াজেদ, আবুল কাসেম, মোজাফফর আহমদ। সেমিনারে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। জঙ্গীবাদ ও অপসংস্কৃতি রুখতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। পাশ্চাত্যবাদীরা ইসলামকে জঙ্গীবাদ হিসেবে প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা নস্যাৎ করতে হলে সকলকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিজ্ঞপ্তি