শাহ্ আকবরিয়া মাদ্রাসার সভা

154

মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মজিআ) বলেছেন, কুরআন-সুন্নাহ হচ্ছে মানুষের জীবন গড়ার গাইডলাইন তথা পথ নির্দেশিকা। দেশ ও বিশ্বে বিরাজিত যাবতীয় দুর্যোগ দুর্বিপাক থেকে পরিত্রাণ পেতে আমাদেরকে পরিপূর্ণভাবে কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ব্যক্তি পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রীয় সকল বিষয়ে পরিপূর্ণ দিক নির্দেশনা পাওয়া যায় কুরআন-সুন্নাহর মধ্যে। হাফেজে কুরআনদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত কুরআন মজিদ সংরক্ষিত থাকবে।
পটিয়া হাইগাঁওস্থ শাহ্ আকবরিয়া কমপ্লেক্সে শাহ্ আকবরিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৮ মার্চ অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালখালী খায়ের ভার দরবার শরীফের সাজ্জাদানশিন আল্লামা শামশুল আলম খায়েরী। হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত হযরত সৈয়দ শাহ্ আকবরিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা, হযরত কাজী ফয়েজ আহমদ শাহ্ (রহ.) এর ২৫তম ওরশ শরীফ হেফজখানার শিক্ষার্থীদের দস্তারবন্দি ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন সাতগাছিয়া দরবার শরীফ সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আবু মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সম্পদ, অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, শাহাজাদা কাজী শওকত ওসমান, শাহাজাদা কাজী ফয়েজুল আকবর রোকন, কাজী মাওলানা আহমদ উল্লাহ, তোজাম্মেল হোসেন, দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মো. সেলিম, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান মো. ইউনুচ মিয়া, শাহ্ আকবরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি কাজী শহীদুল্লাহ মাইজভান্ডারী, মুহাম্মদ হোসেন সানু, শাহ্ আকবরিয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক খায়ের আহমদ, আবুল হোসেন চৌধুরী মাখন ও আ.ফ.ম এজাহারুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি