শাহজালালে পৌনে দুই কোটি টাকার স্বর্ণসহ ইতালি প্রবাসী গ্রেপ্তার

12

পূর্বদেশ ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের তিন কেজি ৭০ গ্রাম স্বর্ণসহ ইতালি থেকে আসা এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউজ। তার নাম আমরানুল হক। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আড়াইটার দিকে এসব সোনাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমরানুল হক ইতালিয়ান পাসপোর্টধারী। নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা তিনি। খবর একটি অনলাইন বার্তা সংস্থার
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতালি থেকে আসা একটি ফ্লাইটে শাহজালালে নামেন আরমানুল। ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে আমরানুল হকের ব্যাগে থাকা পাত আকৃতির ৭ পিস এবং পিন্ড আকৃতির ১০ পিস স্বর্ণ জব্দ করা হয়। পরে ওই যাত্রীকে আটক করা হয়। জব্দ করা এসব সোনার ওজন ৩ কেজি ৭০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা বলে জানান সানোয়ারুল।
আমরানুল হকের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় কাস্টমস আইনে মামলা করা হয়েছে।