শান্তি অনুভব

43

 

ফেব্রূয়ারির একুশ তারিখ
বায়ান্নেরই সাল
ঢাকার বুকে পিচঢালা পথ
রক্তে হলো লাল।

ভাষার জন্যে প্রাণ দিবে,এই
সাহস আছে কার?
বীর বাঙালিই জীবন দিলো
নেয়নি মেনে হার।

রবের কাছে অনেক বেশি
শহীদ-প্রাণের দাম
সালাম রফিক বরকতেরা
ভালোবাসার নাম।

বিশ্বে আছে অনেক ভাষা
অনেক ভাষার লোক
বাংলা ভাষায় সবার আগে
পড়তে পারে চোখ!

বাংলা ভাষায় বুঝতে শেখা
পড়ালেখা সব
এই ভাষাতেই করতে পারি
শান্তি অনুভব।