শাটলে চড়ে চবিতে পরীক্ষা দিল ঢাবি ভর্তিচ্ছুরা

11

চবি প্রতিনিধি

দীর্ঘ ১৮ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টেশনে ফিরেছে শাটল ট্রেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চবিতে আসা ভর্তিচ্ছুদের নিয়ে ক্যাম্পাসে আসে ট্রেনটি। আবার দুপুর ১টা ৪৫ মিনিটে চবি ক্যাম্পাস থেকে বটতলীর উদ্দেশে ছেড়ে যায় সেটি। ‘ক’ ইউনিটে চবি কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ছিল মোট ১১ হাজার ১৯৪ জন।
এর আগে গতবছর মার্চে করোনার প্রকোপ বাড়ায় বন্ধ হয় চবির সব কার্যক্রম। সেই সঙ্গে বন্ধ ছিল শাটল চলাচলও। দুই দফায় সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু হলেও চলেনি শাটল।এদিকে চবিতে পরীক্ষা দিতে পেরে খুশি ভর্তিচ্ছুদের অভিভাবকরা। নগরীর আন্দরকিল্লা থেকে আসা রুমি দেব বলেন, ঢাকার পরিবর্তে স্থানীয় শহরে পরীক্ষা হওয়ায় অনেক সুবিধা হচ্ছে। সময় যেমন বাঁচছে তেমনি ভোগান্তিও কমেছে। ক্যাম্পাস বড় হওয়ায় বসতেও সুবিধা হচ্ছে। সার্বিক ব্যবস্থাপনাও খুব ভালো।
বহদ্দারহাট থেকে ভর্তিচ্ছু মেয়েকে নিয়ে আসা আবুল মনসুর চৌধুরি বলেন, সার্বিক ব্যবস্থাপনায় অখুশি হওয়ার মতো কিছু পাইনি। অভিভাবকদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে। ক্যাম্পাসে কোনো যানজট নেই, গোছালো লাগছে সবকিছু।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মানা হয়েছে। প্রত্যেক হলের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শনিবারও ভর্তিচ্ছুদের নিয়ে একটি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।