শাক্যমুনি বিহারে ত্রিপিটক বিতরণ

29

চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে ত্রিপিটক রিসার্চ সোসাইটির উদ্যোগে ত্রিপিটক বিতরণের সমাপনী অনুষ্ঠান গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক বৌদ্ধ বিহারে বিনামূল্যে ত্রিপিটক বিতরণ করা হয়। ১ম পর্বে অষ্টউপকরণসহ সংঘদানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো। প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত এস. লোকজিৎ থেরো। উদ্বোধক ছিলেন সোসাইটির সহ-সভাপতি প্রিটুল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া। বক্তব্য রাখেন শুদ্ধানন্দ মহাথেরো, উপানন্দ থেরো, সীবক শ্রমন। পঞ্চশীল প্রার্থনা করেন মৌমিতা বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সৌমেন বড়ুয়া। ২য় পর্বে ত্রিপিটক অনুবাদকসহ পালি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপিটক রিসার্চ সোসাইটির সভাপতি উজ্ঝল বড়ুয়া বাসু। উদ্বোধক ছিলেন সোসাইটির সিনিয়র সভাপতি তমাল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দী। বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জয়শান্ত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের (যুব) সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়ুয়া, সংস্কৃতিকর্মী ড. সবুজ বড়ুয়া শুভ। সংবর্ধিত অতিথি ছিলেন চবি’র পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, চট্টগ্রাম কলেজের পালি বিভাগের বিভাগীয় প্রধান ড. র্অথদর্শী বড়ুয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ ও গ্রন্থাগারিকের সহকারী অধ্যাপক ড. জগন্নাথ বড়ুয়া, চবি’র পালি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া, সহকারী অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া রুপন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক নিপুন বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন সোসাইটির সহ-সভাপতি সৈকত বড়ুয়া ও মৌমিতা বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটি’র সহ-সাধারণ সম্পাদক রনি বড়ুয়া। বিজ্ঞপ্তি