শাকপুরায় জ্বালাকুমারী মাতৃমন্দির গীতা শিক্ষালয় উদ্বোধন

6

বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা আচার্যপাড়া শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির গীতা শিক্ষালয় উদ্বোধনী অনুষ্ঠান গত ১৫ মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল। মিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শ্রী দশভূজা মাতৃমন্দির পরিচালনা পরিষদের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ। প্রধান অতিথি ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের নির্বাহী সদস্য প্রধান শিক্ষক টুন্টু শর্মা।
প্রধান বক্তা ছিলেন অধ্যাপক প্রদীপ কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি রূপন ধর, সহ-সভাপতি শম্ভু চৌধুরী, সাধারণ সম্পাদক রুনা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রানু মজুমদার, সাংষ্কৃতিক সম্পাদক শ্রীকান্ত মজুমদার, জ্বালাকুমারী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি সুধীর আচার্য, সাধারণ সম্পাদক রতন আচার্য, বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের সহ-সভাপতি জুয়েল দাশ, অর্থ সম্পাদক রিমন দে, পূজন শীল ও যীশু আচার্য। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গীতা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গীতা স্কুলের জন্য ২০টি শ্রীমদ্ভগবদগীতা প্রদান করেন সুভাষ আচার্য। বিজ্ঞপ্তি