শাকপুরায় ঋষি শ্রীঅরবিন্দের জন্মজয়ন্তী উৎসব উদ্যাপন

19

ঋষি শ্রীঅরবিন্দের জন্মজয়ন্তী উৎসব, মাতৃ-মন্দিরের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাতৃ-মন্দিরের নবনির্মিত তোরণ উদ্বোধনী অনুষ্ঠান বোয়ালখালীর শাকপুরা শ্রীঅরবিন্দ মাতৃ-মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়। ধ্যান ও প্রার্থনার মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাতৃ-মন্দিরের সভাপতি বিজয় শংকর চৌধুরী। চন্দন চৌধুরীর অনুদানে নির্মিত মাতৃ-মন্দিরের তোরণ উদ্বোধন করেন ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ ও শিক্ষাবিদ বাদল চন্দ্র দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন চট্টগ্রাম কেন্দ্রের মহাসচিব নিতাই প্রসাদ ঘোষ। প্রধান বক্তা ছিলেন অমল কান্তি দত্ত, অধ্যাপক কানাই লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নারায়ন চৌধুরী, স্বজল কান্তি চৌধুরী, বিশ্বজিৎ পালিত, সাংবাদিক অধীর বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন মাতৃ-মন্দিরের সাধারণ সম্পাদক শিবু দত্ত। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন শিল্পী বৃন্তা চৌধুরী ও সহশিল্পীবৃন্দ, নৃত্য পরিবেশন করেন শতরূপা চৌধুরী, সংগীতা চৌধুরী ও সহশিল্পীবৃন্দ এবং স্বপ্নকুঞ্জ সংগীত একাডেমির শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল চৌধুরী ও নিশান মিত্র। সার্বিক সহযোগিতায় ছিলেন শাকপুরা টাইগার্স ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সদস্যরা। বিজ্ঞপ্তি